Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

একনজরেঃ-

কালের স্বাক্ষীবহনকারী গড়ে উঠা কালিগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নলতাইউনিয়ন।কাল পরিক্রমায় আজ নলতা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্বস্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম– ৬নং নলতা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– 25.6 (বর্গকিঃমিঃ)

গ) লোকসংখ্যা– ৪৭৬৯৩(প্রায়) (৩১/১২/২০২১সাল) পুরুষের সংখ্যা ২৫৯৫৪জন। নারী ২১৭৩৯জন। জনসংখ্যার ৭৮% মুসলিম, ২২% হিন্দু।

ঘ) গ্রামের সংখ্যা– 23 টি।

ঙ) মৌজার সংখ্যা– 20টি।

চ) হাট/বাজার সংখ্যা-9টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/বাস।

জ) শিক্ষারহার– ৯২%।(২০২১ এর শিক্ষাজরীপঅনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৯ টি,

    বে-সরকারী রেজিঃপ্রাঃবিদ্যালয়- ৪ টি,     

    উচ্চবিদ্যালয়ঃ ৪টি,

    মাদ্রাসা- ১৩টি।

  কলেজ- ১টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–  মোঃ আজিজুর রহমান।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ৫৯টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– ১টি।

ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ০৯/০৮/২০০৯ইং।

ড) নবগঠিত পরিষদের বিবরণ–

                                    ১) শপথ গ্রহণের তারিখ– 

                                    ২) প্রথম সভার তারিখ– 

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– 

ঢ) গ্রাম সমূহের নাম–

             খানজিয়া, সেহারা, শীতলপুর, মাঘুরালী, দুরদুড়ীয়া, ঘোনা, মাঘরী, কাশেমপুর, নলতা, বিশেলক্ষী, পুর্বনলতা, শীবপুর, ইন্দ্রনগর, ইছাপুর, কাজলা, কাশিবাটী, পাইকাড়া, নওয়াপাড়া, বিলদিঘা, বাবুরাবাদ, ঝ্যায়ামারী, ভাঙ্গানমারী, সন্ন্যাসীরচক।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

              ৩) ইউনিয়ন গ্রামপুলিশ– ১০জন।

ত) ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র-

                              ১) দায়িত্বরত উদ্যোক্তার সংখ্যা- ০২ জন।